• Home
  • All News
  • সিলেট নগরীর টিলাগড় মসজিদে বসেছে "জার্ম প্রোটেক্টিভ গেইট"

সিলেট নগরীর টিলাগড় মসজিদে বসেছে "জার্ম প্রোটেক্টিভ গেইট"

শাহীনূর মুস্তাফিজ, সিলেটঃ

সিলেট নগরীর টিলাগড় জামে মসজিদে লন্ডন চ্যারিটি সংস্থা CAP এর অর্থায়নে বসানো হয়েছে জার্ম প্রোটেক্টিভ গেইট। এই মহতি কাজে সার্বিক সহযোগিতা করেছেন  কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

আজ সকালে জীবানু বিরোধী এই গেইটের  ইন্সটলেশনের কাজ সম্পন্ন হয়। জানা যায়,  করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং মুসল্লীদের নিরাপত্তা দিতে এই গেইট বসানো হয়েছে।

সিলেটের শামসুদ্দীন হাসপাতাল সহ আরও অন্যান্য জায়গায় বিভিন্ন চ্যারিটি সংস্থার  উদ্যোগে এরকম গেইট স্থাপন করা হয়। এই গেইট গুলো বসানোর ফলে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব কিছুটা হলেও নিরসন করা যাবে প্রত্যাশা নগরবাসির।