• Home
  • All News
  • মসজিদে নোটিশ আকারে বৈষম্যের বার্তা

মসজিদে নোটিশ আকারে বৈষম্যের বার্তা

শাহেদ খান, নিজস্ব প্রতিবেদকঃ যদিও বা ইসলামে জাতিভেদ বা জাতি গত পার্থক্যের কোনো স্থান নেই, এবং নামাজে সব শ্রেণি পেশার মানুষ একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন; তবুও ভিন্ন চিত্রের দেখা মিলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের মসজিদের দেওয়া এক নোটিশে।

 সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুকে ভাইরাল হওয়া উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটি কতৃপক্ষের এক জরুরী নোটিশের ছবিতে দেখা যায়, স্পষ্ট করে উল্লেখ করা আছে জামাতে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত অফিসারগণের সম্মানে সামনের কাতারে না দাঁড়ানোর জন্য অনুরোধ জন্য অনুরোধ করা হলো। বিষয়টা ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠে ফেইসবুকে।

Most Read

Popular News