লেখাপড়া
মিলন বাবু
লেখাপড়া ভালো লাগে,
ঠিক আদরের মতো
বই এর ভিতর আছে সবই,
জ্ঞান আলোকের মতো।
অঙ্ক করে লাগে ভালো
ইংরেজির মতো।
পদার্থতে পাই যে মজা,
রসায়নের মতো।
মন ভালো হয় ধর্ম পড়লে,
যখন দেখি তথ্য।
কৃষির কথা মনে পড়ে,
সে ফলাবে কিছু।
বাংলা করে করি রচনা,
জীব পড়ে পাই আশা ভরসা।
এসব ছাড়া ত্রিভুবনে নেই যে আর কিছু।