• Home
  • All News
  • মুক্তি পাগল জনতা

মুক্তি পাগল জনতা

-দেলোয়ার হোসেন-

এসেছে সময় মুক্তির কথা বলার , এসেছে সময় স্বাধীনতার পথে চলার, সময় এখন বুক ফুলিয়ে চলার, সময় এখন সত্যিকে সত্যি বলার।

শিক্ষা শান্তি সংহতি প্রগতির পথে, চলতে হবে নির্ভিক দুর্বার শপথে, খুন রাহাজানি ক্ষমতার তুঙ্গ মহাসমারোহে, যায়না ঘুষবিহীন চলা সহজ পথে।

দারিদ্র্যতা দুর হবে, হবে সংস্থান ঘরে ঘরে, কখন সে সময় আসবে বলো, গরীব আরো গরীব হলো যাদের আছে সবি, মুক্তি চাইলে সবাই এক পথে চলো।

মুক্তি চাই মুক্তি চাই অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসার, সরকার এখন খুবি সচেতন, আমলারা সব লুটে নিচ্ছে যা পাচ্ছে সাধারণ, অতি নগন্ন ঠুনকো পাপ্তির জনগণ।

সচিবালয়ের ড্রাইভার যদি শতো কোটি মারতে পারে, সচিবেরা জানি কতো পায়, আমরা জনগন অতি সাধারণ সিনেমার সিনের মতো সৎ লোক অতিশয় অসহায়।

জাগতে হবে এখনি সময়, জেগে উঠো বিপ্লবীরা দুর করে সব অশনী ভয়, দূর্ণীতি দুর করে অন্ন সংস্থান করো ঘরে ঘরে, জেগেছে জনতা আসবে একদিন বিজয়।

Most Read

Popular News