বন্ধুত্বের সংগঠন ‘০৩০৫’ এর উদ্যোগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
এসএসসি ব্যাচ ২০০৩ ও এইচএসসি ব্যাচ ২০০৫ এর বন্ধুদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বন্ধুত্বের সংগঠন ‘sss-2003 + Hsc-2005'। সংক্ষেপে যার পরিচয় ০৩০৫।
'০৩০৫' চট্টগ্রাম জোনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ধর্ষণ বিরোধী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম শহরে অবস্থানরত ব্যাচ ০৩০৫ এর বন্ধুরা অংশ গ্রহণ করেন। তারা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। এসময় সিলেট, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সকল ধর্ষণের প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন অতীতের ধর্ষণ গুলোর যথাযথ বিচার হলে নতুন করে ধর্ষণের মতো অপরাধ করার সাহস পেতোনা অপরাধীরা।
অপি২৪/মোমেন