মন আকাশ
তোমার-আমার আকাশ এক,
বিশাল-উদার,রংটাও নীল;
আমার আকাশে মেঘ জমেছে
তোমার মনাকাশ স্বপ্নশীল।।
ঐ আকাশে দেখো তুমি
মুক্ত বিহঙ্গের খেলা;
আমার আকাশে ভেসে বেড়ায়
ঘন মেঘের ভেলা।।
যখন কাঁদে আমার আকাশ
বৃষ্টিস্নাত হয়ে হও খুশি;
আমার হৃদয়াকাশে অশ্রুজল
গড়িয়ে পড়ে দিবা নিশি।।
তোমার আকাশ হয় শুভ্রনীল
জ্যোৎস্না ভরা আলো;
আমার আকাশ যেমন তেমন
তোমার আকাশ থাক্ ভালো।।
বি.কে. হাজারী,
১৭/১০/২০২০, বান্দরবান।