• Home
  • All News
  • হামলার প্রতিবাদে টাঙ্গাইলে সংখ্যালঘুদের বিক্ষোভ

হামলার প্রতিবাদে টাঙ্গাইলে সংখ্যালঘুদের বিক্ষোভ

সোলায়মান, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ 


মুরাদনগর ও পার্বতীপুরে সংখ্যালঘুদের উপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবিতে এই কর্মসূচি পালিত হয়েছে।


শনিবার (০৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল বড় কালিবাড়ী মন্দিরের সামনে এই গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগ এই কর্মসূচীর আয়োজন করা হয়।


মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা অধির কুমার সাহা।


আরো বক্তৃতা করেন, সাধন চক্রবর্তী, বিশ্বজিৎ কুমার সাহা লিটন, তমাল বিহারী দাস, সুমন সরকার, স্বপন দত্ত, বিজয় দে প্রমুখ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার গুণ ঝন্টু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়াও টাঙ্গাইলের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

Most Read

Popular News