• Home
  • All News
  • টাঙ্গাইলের দেলদুয়ারে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলের দেলদুয়ারে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

সোলায়মান টাঙ্গাইল, জেলা প্রতিনিধিঃ 


ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের দেলদুয়ারে ওলামা কেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


আজ সেমবার (৯ নভেম্বর) দেলদুয়ার উপজেলা চত্তর হতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং প্রধান সরক দিয়ে মৌলভী পাড়া,দেলদুয়ার দক্ষিণ বাজার, জমিদার বাড়ি হয়ে আবার উপজেলায় এসে তারা অবস্থান নেয় ও প্রতিবাদ মূলক আলোচনা করেন ওলামায়ে কেরামগণ।দেলদুয়ারের সর্বস্তরের তাওহিদী নবীপ্রেমিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল জনবিস্ফোরণে রূপান্তরিত হয়।


বিভিন্ন আলোচনায় তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।তাদের বক্তব্যে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কে প্রকাশ্য মাপ চাওয়ার আহ্বান জানান।


মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দেলদুয়ারের সর্বস্তরের আলেম-ওলামা ব্যবসায়ীগণ ও সুশীল সমাজ এবং সাংবাদীকবৃন্দ সবাই উপস্থিত ছিলেন।

Most Read

Popular News