• Home
  • All News
  • ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

আব্দুল্লাহ আনছারী আকরাম, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিগঞ্জ গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ সাত অটোরিকশা যাত্রী প্রাণ হারায়।

Most Read

Popular News