তুমি কি আমার?
-বি.কে. হাজারী-
মুচকি হাসা দেখে সেদিন আমিও হাসলাম;
ভালো লেগেছিল বলেই কাছে আসতে চাইলাম।
বলিনি কিছুই সেদিনও তোমায় হৃদয়ের কোন কথা;
ভেবেছি শুধুই আমি- তুমি কি আমার?
আগ বাড়িয়ে কথা, পরিচয় হলো মোদের যথা;
তারপর বন্ধুত্ব-প্রেম জমে উঠে অজানা ভাবনাহীন কোন পরশে।
সত্যিই আমি ভালোবেসেছি তোমায়;
বাড়ি ফিরে ভাবি আমি-তুমি কি আমার?
ক্যাম্পাসের কোণ,কফি হাউস,গাছতলার আড্ডায়;
রাগ-অভিমান,খুঁনসুটিতে কতো সময় যে কাটায়।
বৃষ্টিস্নাত বিকেলে থামতে তুমি মাঝপথে;
বেলা শেষে ভাবি আমি-তুমি কি আমার?
অপেক্ষার পর অপেক্ষা বলবো বলে তোমায় ভালোবাসি খুব;
তোমার চঞ্চল হিয়া করেছে আমায় বলা থেকে নিশ্চুপ।
শুধাবে তো আমায় ভালোবাসো যদি;
মগ্ন হয়ে ভাবি আমি-তুমি কি আমার?
শুভক্ষণ জেনে তোমার,পেলাম নিমন্ত্রণ শুভ পরিণয়ে;
নিশ্চিত হলাম তবে,সব ছিল তোমার বন্ধুত্বের অভিনয়ে।
তোমার সিঁথিতে সিঁদুরের লাল সরলরেখা পড়বে সেদিন;
নির্বাক হয়ে তবুও ভাবছি আমি-তুমি কি আমার?
******-----******