• Home
  • All News
  • ~যেতে হবে খালি হাতে~

~যেতে হবে খালি হাতে~

*আবদুল মোমেন*


যেতে হবে খালি হাতে

রঙের এই ভূবণ ছেড়ে

তবে কেনো ব্যস্ত মানুষ

জগতের ঐ রস কুড়াতে!!


যেতে হবে খালি হাতে

ভাই বন্ধু সংসার ছেড়ে

তবে কেনো ছুটছে মানুষ

জগতের ঐ মায়া বাড়াতে!!


যেতে হবে খালি হাতে

সবুজের এই শোভা ছেড়ে

তবে কেনো মজেছে মানুষ

ভবের ঐ সবুজ রূপে!!


যেতে হবে খালি হাতে

ভাবো মানুষ দুচোখ বুজে

সময় থাকতে রেখো সেরে

জগতের সব হিসাব কষে!!

Popular News