• Home
  • All News
  • বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের চিরবিদায়

বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের চিরবিদায়

ডেস্ক নিউজঃ 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)!

গত ১ লা জুন আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম জ্বর-কাশিসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তখন তার শরীরে করোনা সনাক্ত করা হয় । ৫ ই জুন শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় তিনি ব্রেইন স্ট্রোক করেন। এর কয়েক ঘন্টার মধ্যে তার অস্ত্রপাচার করা হয়। স্ট্রোকের পর তেকেই তিনি অচেতন ছিলেন এবং ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।

পরবর্তীতে পরপর দুইবার করোনা পরিক্ষায় নেগেটিভ আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু গভীর কোমায় থাকা অবস্থায় আজ তাকে মৃত্যু ঘোষণা করা হয়।

মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামিলীগ এর নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।


অপি/ হাবিব আহমেদ

Popular News