• Home
  • All News
  • সিলেটের সাহিত্য অঙ্গনের প্রাণপুরুষ লিটন দাসের জীবনাবসান।

সিলেটের সাহিত্য অঙ্গনের প্রাণপুরুষ লিটন দাসের জীবনাবসান।

অনলাইন ডেস্কঃ 

ইহজগৎ ছেড়ে চলে গেলেন লিটন দাস লিকন। তিনি ছিলেন সিলেটের সাহিত্য অঙ্গনের প্রাণপুরুষ ও ছড়াকার। তার আকস্মিক মৃত্যুতে অনেকে ধারণা করছেন উনার কভিড-১৯ পজিটিভ ছিল।

সিলেটের সাহিত্যপাড়ার একজন পরিচিত মুখ ছিলেন তিনি। দৈনিক ভোরের কাগজ পত্রিকার অর্থসম্পাদক ছিলেন। লিকন বালাগঞ্জের বিভিন্ন সনাতনী সংগঠন ও বালাগঞ্জ প্রেসক্লাবের একজন নিবেদিত কর্মী ছিলেন।

তার মৃত্যুর খবররে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সর্বস্তরের লেখক, সংস্কৃতিকর্মী ও রাজনীতিবিদ শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে সিলেটের সাহিত্য অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে।

অপি/শাহীনূর


Popular News